বগুড়ার গাবতলী দক্ষিনপাড়া লাংলুহাটে আব্দুল আজিজ যুব সমাজ কল্যান সংস্থা উদ্যোগে কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে গতকাল এককালিন শিক্ষাবৃত্তি (শিক্ষা উপকারন) প্রদান করা হয়েছে। হাইস্কুল মাঠে সংস্থা পরিচালক জুলফিকার আলী শুভ সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সৈয়দজ্জামান, সহকারী...